রোববার রাঙামাটিতে ইয়াবাসহ এক বিক্রেতাকে আাটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রুহুল আমিন(৩৪)।
পুলিশ জানায়,গতকাল দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কোর্ট বিল্ডিং এলাকার নিউ মার্কেট চত্বর থেকে ৫৫পিস ইয়াবাসহ রুহুল আমিনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি) । আটক ব্যক্তি দীর্ঘ দিন ধরে ইয়াবা সেবন ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আটক রুহুল আমিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোপাউড়া উপজেলার নোয়াপাড়া সরকার বাড়ির আবদুর রশিদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)র’ অফিস ইনচার্জ পারভেজ আলী জানান,আটক রুহুল আমিনের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক রাখার দায়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.