রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকার কলাবাগানে সোমবার সড়ক দুর্ঘটনায় মাহমুদুর রহমান মাসুদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের সাইন অপারেটর ছিলেন।
পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে মাহমুদুর রহমান মাসুদ মোটর সাইকেলযোগে কাপ্তাইয়ের তথ্য অফিসে যাওয়ার পথে গতকাল সকালে তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি হেলম্যাট পড়া অবস্থা থাকলেও তার মাথা থেতলে যায় এবং রাস্তায় তার মরদেহ পড়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে কোন ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.