নবান্ন উৎসব উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে বর্নাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিরি বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেছেন,পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলেমিশে বসবাস করলে পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা পাবে। সকলে মিলেমিশে থাকলে পার্বত্যাঞ্চলকে একটা সুখের শান্তি রচনা করতে পারবো। তিনি সকলকে সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার চালানোর আহ্বান জানান।
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের সহযোতিগায় জেলা প্রশাসন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ নবান্ন উৎসব উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বেশ কিছু ষ্টলে পিঠা সামগ্রী ও গ্রামীণ হস্তশিল্প প্রদর্শিত হয়।
এর আগে রাঙামাটি পৌর চত্বর থেকে জেলা প্রশাসন চত্বর পর্ষন্ত একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নানান শ্রেনীর পেশার লোকজন অংশ নেন।
জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান তরুন সমাজকে মাদককে না বলতে এবং সন্ত্রাসকে প্রতিরোধ এবং সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.