সংখ্যালঘুদের হত্যা ও বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন

Published: 16 Nov 2016   Wednesday   

দেশের সংখ্যালঘুদের হত্যা, ভুমি উচ্ছেদ, মন্দির ভাংচুর ও বাড়ীঘরে অগ্নিসংযোগ এর প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন।

 

সাঁওতাল উন্নয়ন সংসদ ও পার্বত্য সাঁওতাল স্টুডেন্ট ফোরাম, পানছড়ি খাগড়াছড়ি উদ্যোগে পানছড়ি জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন পানছড়ি উপজেলা সাঁওতাল উন্নয়ন সংস্থা সভাপতি মিন্টু সাঁওতাল। বক্তব্য রাখেন,পানছড়ি উপজেলার চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও সমর বিকাশ চাকমা, পানছড়ি উপজেলা দেবালয় মন্দিরের সভাপতি তপন কান্তি বৈদ্য, খাগড়াছড়ির জেএসএস(লারমা)সভাপতি প্রীতিময় চাকমা, সাদারণ সম্পাদক সিন্দু কুমার চাকমা, পানছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য সঞ্চয় চাকমা, সনাতন স্টুযেন্ট ফোরামের সভাপতি মানিক সাঁওতাল, ত্রিপুরা উন্নয়ন সংস্থার প্রতিনিধি মনিন্দ্র লাল ত্রিপুরা, মারমা উন্নয়ন সংস্থার আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক রুমেল মারমা, পানছড়ি উপজেলা সতাতনী ছাত্র যুব পরিষদের সভাপতি রুবেল মহাজন প্রমূখ। এসময় পানছড়ি উটজেলা দেবালয় মন্দিরের ব্যানার নিয়ে উপজেলার  হিন্দু সম্প্রদায়ের লোকজন একাত্ত্বতা প্রকাশ করেন। মানবন্ধনে শিক্ষক, সাংবাদিক, মানবাদিকার কর্মী, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ উপজেলার বিভিন্নস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

 

সমাবেশে বক্তারা  বলেন-,এ দেশ শুধু মুসলমানের দেশ নয়, এদেশ, হিন্দু, বৌদ্ধ, খিস্টানসহ সকল সম্প্রদায়ের। এদেশ অসাম্প্রদায়িক দেশ বলা হলেও দেশটি ক্রমশঃ সম্প্রদায়িক দেশে পরিনত হচ্ছে। সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিবাদ করতে হবে। আমাদের পীঠ দেওয়ালে আটকে গেছে। আমাদেরকে জোরালো প্রতিবাদসহ প্রয়োজনে প্রতিরোধ ঘরে তুলতে হবে।

 

বক্তারা অবিলম্বে সাঁওতালদের মাতৃভূমি ফেরত দেওয়া ও দেশের সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত