বকেয়া বেতনের দাবীতে খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীদের সংবাদ সম্মেলন-মানববন্ধন

Published: 17 Nov 2016   Thursday   

পার্বত্য জেলা পরিষদ দাতাসংস্থা ইউএনডিপি পরিচালিত কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের বকেয়া বেতন ভাতার দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছে চার উপজেলার স্বাস্থ্যকর্মীরা।

 

শহরের মহাজনপাড়াস্থ টং কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানছড়ি উপজেলা সিএইচএসডাব্লিউ কর্মী নাদিরা বেগম। এসময় চার উপজেলার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে চেঙ্গী স্কোয়ারে মানববন্ধন করেন স্বাস্থ্যকর্মীরা।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়,২০০৬ সাল থেকে গ্রামীণ স্বাস্থ্য সেবা ও প্রসূতি মায়েদের সেবাসহ টিকা কর্মসূচিতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ২০১৫ সালের অক্টোবর মাস থেকে প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা বলে ইউএনডিপি ২৬৭ স্বাস্থ্যকর্মীর বেতন ভাতা বন্ধ করে দেয়। এরপর তাদের চাকরী স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সরকারি হওয়ার কথা থাকলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে করে তারা তাদের  পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

এদিকে, প্রকল্পের জেলা মেডিকেল অফিসার ডা: লক্ষ্মী ধন ত্রিপুরা মুঠোফোনে জানান, প্রকল্প যেহেতু শেষ সেহেতু তাদের সাথে দাতাসংস্থার করা চুক্তিও শেষ হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, স্বাস্থ্যকর্মীদের আত্মসামাজিক অবস্থা বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় কোন সিদ্ধান্ত দেয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত