খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বেলছড়ি ইউনিয়নের আযোধ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শনিবার ফাহিমা বেগম (৩২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, স্কুল শিক্ষিকা ফাহিমা বেগম শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেলযোগে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বিজিবি’র একটি থ্রীটন গাড়ির সথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ীর সামনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়। নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাটিরাঙা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের স্ত্রী। নিহত ফাহিমা বেগমের ফারজানা ইসলাম রুবি (৮) ও ফারহানা ইসলাম রুপা (৬) নামে দুই কন্যা সন্তান রেখে গেছেন।
এদিকে দুর্ঘটনায় স্কুল শিক্ষক ফাহিমা বেগমের মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেএইজে)-এর সহ-সভাপতি প্রদীপ চৌধুরীসহ নিহতের সহকর্মীরা।এসময় নিহতের পরিবারের সদস্যসহ স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে।
শনিবার বাদ মাগরিব শান্তিপুরে দ্বিতীয় জানাজা শেষে ফাহিমা খাতুনের মরদেহ বেলছড়িস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিভিন্ন মহলের শোক প্রকাশ:
মাটিরাঙ্গার সুপরিচিত শিক্ষক পরিবারের সন্তান সহকারী শিক্ষক ফাহিমা বেগমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা পৌর মেয়র মো: শামসুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সা: সম্পাদক মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্র“ চৌধুরী অপু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সত্য প্রকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি ডিবেটিং ফোরামের সভাপতি সাংবাদিক দুলাল হোসেনসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.