রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Published: 20 Nov 2016   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ছাদেক আহমদের পরিচালনায় সভায় জেলা পরিষদের সদস্য ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

সভায় জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, জেলায় কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও নার্সের শূণ্যপদ পূরণের লক্ষ্যে মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা সংলগ্ন, নানিয়ারচর, বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের সীমানার মধ্যে যে সমস্ত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদের বিষয়ে প্রশাসন কর্তৃক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা বলেন, শীত মৌসুম এসে যাওয়ায় বিভিন্ন শাক-সবজি চাষ চলছে । এছাড়া জেলা পরিষদের অর্থায়নে স্ট্রবেরী, চা ও কফি চাষ প্রকল্প যথারীতি চলছে।

 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বলেন, আগামী ডিসেম্বর মাস হতে গ্রাফিক্্র ডিজাইন বিষয়ে এলাকার বেকার যুবদের ২মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

 

সভায় সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতুু চাকমা বলেন, পরিষদে হস্তান্তরিত বিভাগ সবগুলোই গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কর্মকর্তাদেরকে পরিষদের প্রতিটি মাসিক সভায় উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে হবে। এতে উন্নয়ন কাজের  পাশাপাশি সমগ্র জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি পরিবীক্ষণ সহজ হবে।

 

এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে সরকার নিয়োগ দিয়েছেন। তাই অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পরিষদ ও হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত