রাঙামাটিতে পাহাড়ীদের অন্যতম ব্যবসায়ী সংগঠনের বিভক্তি,নতুন সংগঠনের আত্নপ্রকাশ

Published: 21 Nov 2016   Monday   

রাঙামাটিতে উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ এনে উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতি লিমিটেড নামের একটি নতুন  সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে।

 

সোমবার বিকালে রাঙামাটি শহরের একটি রেষ্টুন্টে আয়োজিত সংবাদ সন্মেলনে এ নতুন সংগঠনের আত্নপ্রকাশ করা হয়।

 

সংবাদ সন্মেলনে গঠিত নতুন সংগঠনের সভাপতি দীপক বিকাশ চাকমা লিখিত বক্তব্যে পাঠ করেন। এসময় কমিটির সহ-সভাপতি  পার্থ প্রতীম তালুকদার(মিটুল), সাধারন সম্পাদক উত্তম কুমার চাকমা, অর্থ সম্পাদক মিন্টু কুমার চাকমা, কমিটির সদস্য  জ্যোর্তিময় চাকমা কেরল, অভয় প্রকাশ চাকমা, বিশ্বজিৎ চাকমা,সুখময় চাকমা, সুমতি বিকাশ দেওয়ান, সাগরিকা চাকমা,  ঝিনুক ত্রিপুরা ও অদ্যূৎ কান্তি চাকমা। সংবাদ সন্মেলনের মাধ্যমে নব গঠিত এই সংগঠনের ১২ সদস্য বিশিষ্ট কমিটির নামও ঘোষনা দেওয়া হয়।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির গত ২৬ আগষ্ট সাধারণ সভায় উপস্থিত সাধারন সদস্যদের কাছ  থেকে নতুন কমিটি গঠনকল্পে  কোন নির্বাচন না দিয়ে এবং  কোন প্রকার মতামত না নিয়ে একটি সুপরিকল্পিত কার্যকরী পরিষদ গঠন করে। যা গঠনতন্ত্র ও সংগঠনের স্বার্থ পরিপন্থী। এছাড়া এই সংগঠনটির নিবন্ধিত কর্তৃপক্ষ বা কোন সংস্থা থেকে কোন অডিট না করায় স্বচ্ছতা ও জবাবদিহিতা হারিয়েছে। বর্তমানে স্বেচ্ছাচারী কায়দায় এ সংগঠনটি চালানো হচ্ছে।

 

সংবাদ সন্মেলনে দাবী করা হয়, অতিসম্প্রতি জেলা সমাজ সেবা কার্যালয় থেকে উপজাতীয় ঠিকাদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতিকে   অডিট ও বার্ষিক প্রদিবেদন দাখিল করতে চিঠি দেয়। কিন্তু ওই সংগঠন থেকে সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৬১ এর আইন অনুযায়ী সংস্থাটি ১৯৮৮ সালের নিবন্ধনের পর আজ পর্ষন্ত কোন অডিট প্রতিবেদন এবং বার্ষিক প্রতিদেন দাখিল করতে পারেনি।

 

এছাড়া গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬(খ) অনুযায়ী কোন কার্যকরী কমিটিই নিবন্ধন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেয়নি। সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটির অধিকাংশ উপজাতীয় ঠিকাদার বিভিন্ন বিভাগের নিমার্ণ কাজ পেলেও পূঁজির স্বপ্লতার কারণে তার কাজ সম্পন্ন করতে পারেন না। অধিকাংশ উপজাতীয় ঠিকাদার কাজ পাওয়ার সত্বেও পূঁজির অভাবে এককভাবে কাজ চালাতে না পেরে স্বপ্ল লাভের আশায় অন্যর কাছে বিক্রি করতে বাধ্য হন। এতে কাজের মানও বজায় থাকে না।

 

একটি প্রকৃত লাভজনক সংগঠন না থাকায় উপজাতীয় ঠিকাদাররা বিচ্ছিন্ন্ভাবে করে আসছেন। এ অবস্থায় উপজাতীয় ঠিকাদারদের সংগঠিত করে সমবায় ভিত্তিক একটি প্রকৃত লাভজনক সংগঠন হিসেবে উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতি লিমিটেড-এর আত্নপ্রকাশ করা হয়েছে।

 

নতুন ঘোষিত এই সংগঠনটি সমবায় সমিতি লিমিটেড নিবন্ধনকরণ কর্তৃপক্ষের আইন ও বিধি  মেনে রাঙামাটির অন্যান্য সংশ্লিষ্ট  সংগঠনের গঠনতন্ত্রে সাথের সমন্বয় রেখে কাজ করে যাবে উল্লেখ সংবাদ সন্মেলনে বলা হয়, রাঙামাটিতে যে কোন পাহাড়ী ঠিকাদার এ সংগঠনের গঠনতন্ত্রের আস্থা সাপেক্ষে সাধারন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত হতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত