রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি’র ফুলের শুভেচ্ছা

Published: 21 Nov 2016   Monday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাকে ফুলের শুভেচ্ছা জানালো নব গঠিত উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড-এর কার্যকরী কমিটি।


রোববার বিকেলে পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে গিয়ে উপজাতীয় ঠিকাদার সমবায় সমিতি লিমিটেড এর নবগঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে পরিষদ চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পার্থ প্রতীম তালুকদার (মিটুল), অর্থ সম্পাদক মিন্টু মারমা, সদস্য জ্যোতির্ময় চাকমা (কেরোল), অভয় প্রকাশ চাকমা, বিশ্বজিৎ চাকমা, সুখময় চাকমা, সুমতি বিকাশ দেওয়ান, সাগরিকা চাকমা, ঝিনুক ত্রিপুরা ও অদ্যুৎ কান্তি চাকমা উপস্থিত ছিলেন ।


চেয়ারম্যান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে নব গঠিত সমিতির গঠনতন্ত্র অনুসারে স্বচ্ছতা ও জবাবদিহিতা রেখে সংগঠন পরিচালনা করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি অন্যান সংগঠনের ন্যয় এই সংগঠনটিকেও সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত