বাঙ্গালহালিয়া কলেজকে জাতীয়করণের পূর্নবহাল না করলে সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচী

Published: 24 Nov 2016   Thursday   

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করনের আদেশ পূর্নবহাল রাখার দাবীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা বাঙ্গালহালিয়ায় সড়ক অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।


সড়ক অবরোধে শেষে সমাবেশে নেতৃবৃন্দ বাঙ্গালহালিয়া কলেজ জাতীয় করনের আদেশ আগামী রোববারের মধ্যে পূর্নবহাল করা না হলে আগামী ২৮ নভেম্বর থেকে লাগাতার অবরোধের হুমকি দিয়েছেন রাজস্থলীল বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ পুনর্বহাল দাবী আন্দোলণ কমিটি।


বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কারণে রাঙামাটি-চন্দ্রঘোনা- রাজস্থলী ও বান্দরবান সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সাধারন মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে বাঙ্গালহালিয়া বাজারে সকল প্রকার দোকানপাট বন্ধ ছিল। অবরোধের সময় আন্দোলনকারীরা রাস্তায় রাস্তায় পিকেটিং করতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঙ্গালহালিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে অবরোধ মুক্ত ছিল পরিক্ষার্থীদের গাড়ী, এ্যম্বুলেন্স, শিক্ষক-শিক্ষিকাদের যানবাহন।


সড়ক অবরোধে শেষে বাঙ্গালহলিয়া বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঞোমং মারমা। বক্তব্য রাখেন পুলক বড়ুয়া, পুলক চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, কামাল হোসেন, সুইসাপ্রু মারমা, নয়ন চৌধুরী, আদোমং মারমা, মোঃ রফিক হাওলাদার, শামিম আহম্মদ রুবেল, রেজাউল আলম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, মউচিং মারমা, উষাথোয়াই মারমা, হেডম্যান প্রতিনিধি মংচিং মারমা, পিপল মারমা, কাদের হাওলাদার, শফিকুল ইসলাম শফিক, মোঃ শফিকুল ইসলাম মিঠু, প্রমূখ। সমাবেশে আন্দোলন পরিষদের সদস্যরা ছাড়াওহ স্থানীয় শত শত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সমাবেশে আন্দোলন কমিটির আহ্বায়ক ৩নং বাঙ্গালহালীয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা আগামী দিনের কর্মসূচী ঘোষণা করে বলেন আগামী ২৭ তারিখের মধ্যে বাঙ্গাল হালিয়া কলেজ জাতীয় করন পুর্নবহাল করা না হলে লাগাতার অবরোধ কর্মসুচী পালিত হবে।


সমাবেশে বক্তারা বলেন, গেল ২৮ জুন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয়করণ তালিকায় বাঙ্গালহালিয়া কলেজটি অন্তর্ভূক্ত হয়েছিল। কিন্তু এক শ্রেনীর কূচক্রি মহল কলেজটির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জাতীয় করণের তালিকা থেকে অনিবার্য কারণ দেখিয়ে গেল ১১ নভেম্বর জাতীয়করণ বাতিল করা হয়েছে।


উল্লেখ্য,সম্প্রতি চট্টগ্রাম বিভাগের ২৬টিসহ সারাদেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষনা দেয় সরকার। এর মধ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজকেও জাতীয়করণের ঘোষনায় দিলেও পরে তা বাতিল করে রাজস্থলী কলেজকে জাতীয়করণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত