খাগড়াছড়িতে ৩৮টি ইউনিয়ন,৩৫টি বাজার ও ৩টি পৌরসভার মাঝে ৭৫ লক্ষ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ

Published: 24 Nov 2016   Thursday   

বার্ষিক বাজার ইজারার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদ ৩৮টি ই্উনিয়ন, ৩৫টি বাজার এবং ৩টি পৌরসভার মাঝে বৃহস্পতিবার সাড়ে ৭৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি সুইনুপ্রু চৌধুরী, তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন ত্রিপুরা, এবং দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমা।


জানা যায়, ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজার ফান্ড প্রশাসন ৩৫টি হাটবাজার ইজারার মাধ্যমে ১ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৬’শ ৩৪ টাকা আয় করে। সেখান থেকে ৩টি পৌরসভাকে ৫০ শতাংশ, ৩৫টি ইউনিয়ন পরিষদকে ৩৫ শতাংশ এবং ৩৮টি বাজার চৌধুরীকে ১০ শতাংশ হারে ৭৫ লক্ষ ৫১ হাজার ৬’শ ৩৪ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া বাকী অর্থ বাজার ফান্ডের ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা এবং হাট-বাজারের ঝাড়–দারদের বেতন প্রদান করা হয়।


উল্লেখ্য, ১৯০০ সালের হিলট্র্যাক্ট ম্যানুয়েল (পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি) অনুযায়ী সৃষ্ট বাজার ফান্ড প্রতিবছর হাটবাজার ইজারা থেকে প্রাপ্ত অর্থের নির্ধারিত একটি অংশ তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বাজার ফান্ড বণ্টন করে থাকে।--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত