রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের বার্ষিক সাধারণ অনুষ্ঠিত

Published: 26 Nov 2016   Saturday   

শনিবার রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় চেম্বার্সের নেতৃবৃন্দ পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের চাঁদাবাজির কারণে রাঙ্গামাটির ব্যবসায়ীরা উন্নয়ন করতে পারছে না বলে অভিযোগ করে বলেছেন, পার্বত্যাঞ্চলের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। বড় থেকে নি¤œমানের পর্যন্ত সব ব্যবসায়ীদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে।

 

রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্টিজ-এর কার্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া বেলাল, সিনিয়র সভাপতি শাহ আলম, চেম্বারের পরিচালক ইকবাল উদ্দিন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বারের পরিচালক নিখিল কুমার চাকমা।

 

সভায় রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টিজ বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া চেম্বারের বাৎষরিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত