ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা’র মুক্তির দাবিতে খবংপুড়িয়াবাসীর মানববন্ধন

Published: 27 Nov 2016   Sunday   

ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা ও তার সহকর্মীদের মুক্তির দাবিতে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরবার স্মারকলিপি দিয়েছে  বৃহত্তর খবংপুড়িয়া এলাকাবাসী।

 

দক্ষিণ খবং পুড়িয়া সমাজ উন্নয়ন কমিটি সভাপতি শান্তি জীবন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিে খবংপুড়িয়া গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উজ্জ্বলস্মৃতি চাকমাসহ সহকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যামামলা প্রত্যাহার কর’ ইত্যাদি শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টার প্রদর্শন করা হয়।

 

মানববন্ধন শেষে খবংপুড়িয়া এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বৃহত্তর খবংপুড়িয়া সমাজ উন্নয়ন সমিতি’র সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য  পুরুষোত্তম চাকমা, স্বনির্ভর দেওয়ান বাজারের বাজার চৌধুরী যশোবন্ত দেওয়ান, ঠিকাদান সমিতি’র সভাপতি ইন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে সমাজকর্মী-চাকুরিজীবি-কৃষক-গৃহিণী-ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ২৩৬ জন স্বাক্ষর প্রদান করেন।

 

স্মারকলিপিতে ইউপিডিএফ নেতা উজ্জ¦ল স্মৃতি চাকমাকে গ্রেপ্তার ও তাকে কারারূদ্ধ করার ঘটনাকে সম্পূর্ণ বেআইনী ও সংবিধানের পরিপন্থী হিসেবে উল্লেখ করে উজ্জ্বল স্মৃতি চাকমা ও তার সহকর্মী সমর্পন চাকমা, রূপম চাকমা, বাবলু মারমা, রনি ত্রিপুরা ও সন্ধিপন চাকমাকে অবিলম্বে বিনাশর্তে মুক্তি , তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার  ও প্রত্যেক নাগরিকের সংগঠন করার অধিকার নিশ্চিত করা এবং অন্যায় ধরপাকড়, নির্যাতন, হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত