কল্পনা চাকমা অপহরণ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 27 Nov 2016   Sunday   

বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে রোববার রাঙামাটিতে মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধেনে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন দাবী সম্বলিত পোষ্টার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির জেলা শাখার সভাপতি সোনারানী চাকমা। বক্তব্যে  রাখেন জনসংহতি সমিতি কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা, নারী নেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, পার্বত্য মহিলা পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারন সম্পাদক ইন্টু মনি তালুকদার, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা।

 

সমাবেশে নেতৃবৃন্দ, রাঙামাটি জেলা পুলিশ সুপারের দেয়া কল্পনা চাকমার অপহরণ মামলার চুড়ান্ত তদন্ত রিপোর্ট প্রত্যাখান করে এ অপহরণ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পার্বত্য চুক্তির যথাযথ ও পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানান।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা একদল সশস্ত্র দুর্বৃত্ত কল্পনা চাকমাকে অপহরণ করে। সিআইডির দেয়া চুড়ান্ত প্রতিবেদন প্রত্য্যাখান করে আদালত মামলার পুনঃতদন্তের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। এ অপহরণ ঘটনার মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে রাঙামাটির পুলিশ সুপার গেল ৭ সেপ্টেম্বর  তদন্তের চুড়ান্ত রিপোর্ট রাঙামাটি আদালতে পেশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত