আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রাঙামাটিতে সোমবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সহকারি প্রকৌশলী পরাক্রম চাকমা, ৩০৫ পদাতিক ব্রিগেডের ক্যাপ্টেন মাহীম আহমেদ, ডিজিএফআই এর সহকারি পরিচালক মোঃ আজিজুল হক, এফআইইউ এর ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুছ মিয়া, জেলা পুলিশ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পারভেজ আলী এবং পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আগামী ডিসেম্বর ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দিবসটি উদযাপনের অংশ হিসাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে রাঙামাটি পৌরসভা পর্যন্ত একটি র্যালী, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, বিভিন্ন প্রশাসনিক ভবনে আলোকসজ্জা এবং রাঙামাটি চট্টগ্রাম রোডের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.