রাঙামাটিতে চার দিনব্যাপী জেলা রোভার মুট-এর উদ্বোধন

Published: 28 Nov 2016   Monday   

 সোমবার থেকে চার দিন ব্যাপী রাঙামাটিতে জেলা রোভার মুট শুরু হয়েছে।

 

জেলা রোভারের উদ্যোগে  জেলা স্কাটউ ভবন মাঠে  চার দিন ব্যাপী মুট উদ্ধোধনী অনুষ্ঠানে  উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। বক্তব্যে দেন জেলা রোভারের কমিশনার ও মুট চীফ জেলা প্রশাসক মানজারুল মান্নান,জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা প্রমুখ।

 

চার দিন ব্যাপী রাঙামাটি জেলা রোভার মুটে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগাছড়ি থেকে প্রায় দুই শতাধিক রোভার, গার্ল-ইন-রোভার ও শিক্ষক অংশ নিয়েছেন।

 

প্রধান অতিথি  ফিরোজা বেগম চিনু এমপি বলেছেন, একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য স্কাউট আন্দোলনের কোন বিকল্প নেই। বর্তমান সময়ে মাদক ও নেশার যে সয়লাব হয়েছে তা থেকে মুক্তির জন্য রোভার স্কাউটিং এর সম্প্রসারনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত