খাগড়াছড়িতে সাম্প্রতিক ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সংবাদ সন্মেলন

Published: 28 Nov 2016   Monday   

খাগড়াছড়িতে সাম্প্রতিক ঘটনা নিয়ে সোমবার জেলাবাসীর ব্যানারে সংবাদ সন্মেলনে আয়োজন করা হয়। 

 

শহরের একটি বেসরকারী কনভেন্সশন সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জুম্ম প্রতিনিধি সংসদ ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তৃপ্তিময় চাকমা, ২ নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁন চাকমা, ১ নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্তুর চাকমা, পানছড়ির উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, উপজাতীয় মারমা নেতা কিরণ মারমা প্রমূখ।


এর আগে ২১৮৪ জনের স্বাক্ষরিত একটি স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পেশ করে।


সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ পার্বত্যাঞ্চলে প্রশাসন দমন-নীপড়ন চালিয়ে এ জেলার আঞ্চলিক দলের রাজনৈতিক নেতাকর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।


সংবাদ সন্মেলনে সাম্প্রতিক সময়ের ঘটনার বর্ণনা তুলে ধরে নেতৃবৃন্দ, ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে আটক তাদের দ্রুত মুক্তি দাবী জানান।

 

নেতৃবৃন্দ প্রশাসন অভিযানের নামে অনিয়ম অধিকার হরণসহ বিভিন্ন অনিয়ম করছে বলে খতিয়ান তুলে ধরে এ সকল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট ৫ দফা দাবী তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত