পানছড়ি বাজার উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন

Published: 29 Nov 2016   Tuesday   

খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার উন্নয়ন কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ হেদায়েত আলী তালুকদার, মোঃ আবুল কাশেম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

 

সোমবার  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভোটারা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে পানছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলক বড়ুয়া। সারাদিন টান টান উত্তেজনা শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক।

 

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশিনার, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজার উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ বাহার মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, তপন কান্তি বৈদ্য, মো: হোসেন সওদাগর ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন।

 

এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন, অর্থ সম্পাদক পদে মোঃ আবুল হাসেম এবং সদস্য পদে কাউসার আহমেদ সুমন, মোঃ ইউসুফ, মোঃ সেলিম,  ও সনজিত দেবনাথ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত