পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন

Published: 29 Nov 2016   Tuesday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে বুধবার রাজধানীর ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে বুধবার রাজধানীর ঢাকায় বুধবার সকাল ১১ টায়, ১১২ বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁ রোড)-এর হোটেল সুন্দরবন-এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হবে। 

 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। এছাড়াও সংবাদ সম্মেলনে  কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম-এর সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী রূপম, এ্যাড. নীলুফার বানু প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত