লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্গমে অবস্থিত লুলাইং নয়া পাড়ায় ম্রো সম্প্রদায়ের ৪টি বসত বাড়ি সম্পূর্ন ভষ্মিভুত হয়েছে। প্রাথমিক হিসেবে ৪টি বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ ৫লাখ টাকা হবে বলে মৌজা হেডম্যান সিং পাশ ম্রো জানিয়েছেন। শুক্রবার দুপুরে একটি রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বের দূর্গমে অবস্থিত লুলাইং নয়া পাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ম্রো অধিবাসির ঘরের সকল জিনিস পত্র পুড়ে যায়। ভস্মিভুত পরিবার গুলো হল, লাংছিং ম্রো, মুকাং ম্রো, কারবারি নেং অর ম্রো ও মেনলেং ম্রো। ৩০২নং লুলাইং মৌজার হেডম্যান সিং পাশ ম্রো ব্যাক্তিগতভাবে প্রতি পরিবারকে ১হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন। অগ্নিকান্ডের দুদিন অতিবাহিত হলেও সরকারী বা বে-সরকারী কোন ধরনের সগযোগিতা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থরা পায়নি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা জানিয়েছেন, তিনি ঢাকায় অবস্থান করায় অগ্নিকান্ডের বিষয়টির ব্যাপারে দেরীতে অবগত হয়েছেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন, শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনাটি জানতে পেরেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.