বান্দরবানে অপহরণ ও চাঁদাবাজি মামলায় আটক-১

Published: 04 Dec 2016   Sunday   

শুক্রবার বান্দরবান শহরের ঝুমুর মার্কেট থেকে গতকাল রোববার দুপুরে পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা রয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা এএসআই মো: বেলাল জানান, মো: মিজান নামে এক আসামীকে শহরের ঝুমুর মার্কেট থেকে দুপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার বাড়ি শহরের ইসলামপুর এলাকায়। আদালতে দায়ের করা মামলা নাম্বার হলো সিআর ২৮৫। অপহরণ ও চাঁদাবাজির মামলায় মূল আসামীসহ অজ্ঞাতনামা ছয়জনের নাম রয়েছে।

 

মামলার বাদী মো: রফিক জানান, গাছ দেখানোর নাম করে আমাকে সালাউদ্দিন ও মো: মিজান সুয়ালক এলাকায় দেখে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আরো পাঁচজন চলে আসে। গাছ নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে হঠাৎ করে আমাকে বেঁধে ফেলে।

 

এরপর আমার কাছ থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়া হলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে মারধর করা হয়। পরে বাধ্য হয়ে পরিবারের কাছে ফোন করে বিকাশে টাকা দিতে বাধ্য হই। এরপর খালি দুইটি ষ্টামে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর থানায় কয়েকবার অভিযোগ দায়ের করার পরও অভিযোগ আমলে নেয়নি পুলিশ। বাধ্য হয়ে আদালতে মামলা করতে হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত