ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে কর্ণফুলী পেপার মিলের এক আনসার সদস্য গুরুত্বর আহত

Published: 04 Dec 2016   Sunday   

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলে একদল ডাকাত প্রবেশ করার সময় বাধা দিলে এক আনসার সদস্য গুরুত্বর আহত হয়েছেন। আনসার সদস্যর নাম মোঃ আফছার উদ্দীন। তাকে কর্ণফুলী পেপার মিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোররাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

 


আনসার ও ভিডিপি’র রাঙামাটি জেলা কমান্ড্যান্টের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,রোববার ভোর রাত ২টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র, কিরিচ,ছুরি ও বল্লম নিয়ে কর্ণফুলী পেপার মিলে দেয়াল টপকিয়ে প্রবশে করে। পরে ডাকাত দলটি মিলে প্রবেশের চেষ্টা করলে মিলে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মোঃ আফছার উদ্দীন ও মোঃ রাসেল আহম্মদ বাধা দেন।

 

এসময় ডাকাত দলটি আফসার উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে হাতে ও পেটে জখম এবং রাসেল আহম্মকে মারধর করে। এসময় ডাকাত দলটি তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও টর্চ লাইট ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে আফছার উদ্দীনকে গুরুত্বর আহত অবস্থায় কর্ণফুলী পেপার মিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাপ্তাই থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।


বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার খবর পেয়ে তিনি (জেলা কমান্ড্যান্টের উপ-পরিচালক) কর্ণফুলী পেপার মিলস-এর ঘটনাস্থল পরিদর্শনে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্য দেখতে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত