রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি এলাকা থেকে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে দয়াল তঞ্চঙ্গ্যা নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, অপহৃত যুবলীগ নেতার মুক্তির দাবীতে রোববার বিলাইছড়িতে মানবন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ। অপহরনের প্রতিবাদে সোমবার বিলাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের ডাক দিয়েছে আওয়ামীলীগ।
জানা যায়,শনিবার গভীর রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি এলাকার নিজ বাড়ী থেকে স্থানীয় যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায়।
রোববার আওয়ামীলীগের বিলাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক স্বপন কুমার দে-এর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে দাবী করে বলেছেন অপহৃত ব্যক্তির বড়ভাই উজ্জ্বল হেডম্যানকে ইতোপূর্বে জনসংহতি সমিতি কর্তৃক মারধর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের কারণে দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণ করা হয়েছে।
তবে জনসংহতি সমিতির বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা এ অপহরণ ঘটনার জন্য তার সংগঠন সম্পৃক্ত নয় দাবী করে বলেছেন, স্থানীয় পর্যায়ে সামাজিক ও ব্যবসায়িক বিরোধের কারণে এই অপহরণ ঘটতে থাকতে পারে। এ অপহরণ ঘটনায় জনসংহতি সমিতির জড়িত নয়।
অপরদিকে, অপহৃত যুবলীগ নেতা মুক্তির দাবীতে গতকাল রোববার বিলাইছড়িতে মানবন্ধন করেছে। মানবন্ধন চলাকালে সমাবেশে উপজেলা আওয়ামীলীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বক্তব্যে রাখেন আওয়ামীলীগ নেতা অরুন বিকাশ চাকমা,রাসেল মার্মা,অংশৈপ্রু মার্মা বেলাল ও অরুন কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।
আওয়ামীলীগ নেতৃবৃন্দ যুবলীগ নেতার অপহরনের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে সোমবার বিলাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা(সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম মোল্লার সাথে যোগাযোগ করে তিনি জানান, ঘটনার শুনার পর তিনি তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছেন এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে এ ব্যাপারে কেউই এখনো থানায় অভিযোগ করতে আসেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.