বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের ২ সদস্যকে কুপিয়ে হত্যা

Published: 14 Dec 2016   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়ার ভূয়াছড়ি এলাকায় গেল মঙ্গলবার মধ্যরাতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সদস্যকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

 

এ ঘটনায় এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে ইউপিডিএফ-কে দায়ী করলেও তারা অস্বীকার করেছে। তবে পুলিশ দাবী করছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই বিবদমান আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য নিহত হয়েছে।

 

এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুরেশ চাকমা দাবী করেছেন, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তার সংগঠনের সদস্য নয়ন জ্যোতি চাকমা(২৯) ও যুদ্ধ চন্দ্র চাকমা(৩৩)-কে মঙ্গলবার মধ্যরাত আড়াই টার দিকে হাঙ্গালছড়া গ্রামের নিজ বাড়ী থেকে অপহরণ করে নিয়ে গিয়ে যায়। পরে পাশ্ববর্তী ভূয়াছড়ি এলাকায় তাদের নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।

 

তবে ইউপিডিএফের রাঙামাটি জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক বাবলু চাকমা এ ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করে দাবী করে জানান, ২০০৬ সাল থেকে বর্তমান পর্ষন্ত দীর্ঘ দশ বছর ধরে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে সুসম্পর্ক  বিরাজ করছে। উদ্দেশ্য প্রনোনীতভাবে দুই সংগঠনের সাথে সম্পর্ক বিনষ্ট করতে মিথ্যাভাবে এই হত্যাকান্ডের সাথে জড়ানো হচ্ছে। এ হত্যাকান্ডের সাথে ইউপিডিএফ কোনভাবেই জড়িত নয় বলে তার দাবী। 

 

বাঘাইছড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাঘাইছড়ি নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার পূর্বে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তিনি আরো জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে।


এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজউল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানিয়েছেন,বাঘাই উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়ার ভূয়াছড়িতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই বিবদমান আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় এম এন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দুই সদস্য নয়ন জ্যোতি চাকমা ও যুদ্ধ চন্দ্র চাকমা নিহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার পর পর পাশ্ববর্তী সেনা ক্যাম্পের সেনা বাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে গেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত