নানিয়ারচরে আনারস বাগানের চারা কেটে দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা!

Published: 14 Dec 2016   Wednesday   

রাঙামাটির নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়নের পুলিপাড়া এলাকায় আনারস বাগানের চারা কেটে দেয়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে পাহাড়ি-বাঙালির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবারও  গাছ কাটতে গিয়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। তবে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান স্থানীয় সূত্র বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার সকালের দিকে বুড়িঘাটের পুলি পাড়া এলাকায় বাঙালিদের কিছু লোক গাছ কাটতে যায়। এতে পাহাড়ি লোকজন বাধা দিতে যায়। ওই সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা  ঘটনাস্থল গিয়ে উভয়কে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে নানিয়ারচরের বুড়িঘাটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিয়ন্ত্রণে রয়েছে।

 

উল্লেখ্য, গেল শনিবার মধ্যরাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট মধ্যমপুলি পাড়ায় দূর্বৃত্তরা আনারস চাষী জামাল সিকদার ও মধু মিয়ার প্রায় ৮২হাজার আনারস চারা কেটে ধ্বংস করে দেয় বলে অভিযোগ। আনারস বাগান কেটে দেওয়ায় অভিযোগে  গেল রোববার সন্ধ্যায় স্থানীয়  আনারস চাষী মধু মিয়া ২০ জনের নাম উল্লেখসহ ৫৫জনকে আসামী করে  নানিয়ারচর থানায় মামলা  দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে গত সোমবার আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পলিপাড়া থেকে মংলা অং মারমা(৫০), হ্লাতু আ মারমা(৩০),রেণু মারমা(৫০) ও চাই ঞুরুই মারমা(৬৩) নামের ৪ জনকে আটক  করে। আটক ৪ জনকে মুক্তি ও ভূমি বেদখলসহ ৫ দফা দাবীতে স্থানীয় পাহাড়ীরা গেল মঙ্গলবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ  পালন করে।

 

বুড়িঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. শফিকুল ইসলাম জানান, মো. জামাল ও মধু মিয়া নামে দুইজন কৃষক বছর ভিত্তিক চুক্তি করে স্থানীয়  এক পাহাড়ীর কাছ থেকে জমি নিয়ে আনারস বাগান করেন। অথচ জমি নিয়ে কোনো বিরোধ ছিল না। কিন্তু শনিবার রাতে দুটি বাগানে লাগানো প্রায় ৪২ হাজার আনারস গাছের চারা কেটে দিয়ে নষ্ট করা হয়েছে।

 

বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা জানান, পুলি পাড়া স্থানীয় পাহাড়ীদের কাছ থেকে দুই বাঙালী এক একর ৪০ শতক জমি বন্দক নেন। সেখানে ৩৫ হাজার আনারস চারা রোপন করা হয়। গত শনিবার রাতে কে বা কারা আনারস বাগানের চারা কেটে দেয়। এ কারণে এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা চলে আসছে।

 

এদিকে বুধবার ইউপিডিএফের  প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণ মাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় নানিয়াচরের বুড়িঘাট ইউনিয়নে ভূমি বেদখল প্রচেষ্টা থেকে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ)।

 

প্রেস বার্তায় ভূমি বেদখল প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভূমি বেদখল বন্ধ, বেদখল প্রচেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি এবং আটককৃত নিরীহ গ্রামবাসীদের মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত