বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের

Published: 15 Dec 2016   Thursday   

রাঙামাটির বাঘাইছড়িতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের পর দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে স্বজনরা লাশ হাঙ্গালছড়া গ্রামে নিয়ে দাহক্রিয়া সম্পন্ন করেছে। তবে ঘটনার এক দিন পরও হাঙ্গালছড়া এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। ওই এলাকার সাধারন মানুষ আতংকে রয়েছেন।



বাঘাইছড়ি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা টিপু মোহন দাশ জানান, নিহত নয়ন জ্যোতি চাকমার স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার বাঘাইছড়ি থানায় অজ্ঞাত ১০ থেকে ১৫জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাঙ্গালছড়া গ্রামের নিজ বাড়ী থেকে এক দল সশস্ত্র সদস্য এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী নয়ন জ্যোতি চাকমা (৩৩) ও যুদ্ধ চন্দ্র চাকমা (২৯) কে ডেকে নিয়ে পাশ্ববর্তী ভূয়াছড়ি এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

 

এ ঘটনায় এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-দে দায়ী করলেও তারা জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে পুলিশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত