বৃহষ্পতিবার বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার সকালে ছাইঙ্গ্যা এলাকার তেতুলিয়া পাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জোহরা বেগম সাত বছরের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত জোহরা বেগম পশ্চিম ছাইঙ্গ্যা এলাকার খায়রুল বশরের মেয়ে। সে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে একটি ট্রাক (চট্টমেট্রো- ১১-০৩৭০) মাটি নিয়ে দ্রুত গতিতে নুরু কোম্পানীর (এসএন্ডবি) ব্রিক ফিল্ডে বালু নিয়ে যাওয়ার সময় ছাইঙ্গ্যা তেতুলিয়া পাড়ায় আসলে শিশু শ্রেণির স্কুল ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত জোহরা ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মোরশেদ জানান, প্রতি দিনই আধ ঘন্টার পরপর অবৈধ বালু এবং লাকড়ী বোঝাই ট্রাক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুত গতিতে চলাচল করে। যার কারণে এই ধরণের দুর্ঘটনা ঘটেছে।
রোয়াংছড়ি থানা ওসি মোঃ ওমর আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.