নানিয়ারচরে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষে পাহাড়ি-বাঙালির সমঝোতা হওয়ার দাবী ইউপিডিএফের

Published: 15 Dec 2016   Thursday   

রাঙামাটির নানিয়াচর উপজেলার বুড়িঘাটে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সমঝোতা হয়েছে। সমঝোতার মধ্যে রয়েছে পাহাড়িদের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার, চলমান অভিযান বন্ধ,ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং অন্যের জমি বেদখল না করে স্ব স্ব জায়গায় বসতি স্থাপন করা।

 

বৃহস্পতিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এই দাবী করা হয়েছে।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, পাহাড়িদের পক্ষে স্বাক্ষর করেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ বিকাশ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা ও সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা (সুশীল জীবন)।

 

অপরদিকে বাঙালিদের পক্ষে স্বাক্ষর করেন পাহাড়িদের বিরুদ্ধে দেয়া মামলার বাদী বুড়িঘাট (১নং টিলা)গ্রামের মধু মিয়া ও জামাল সিকদার।

 

এছাড়া সমঝোতার সময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান রণ বিকাশ চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্যরাসহ আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, গেল ৮ ডিসেম্বর নানিয়াচেরের বুড়িঘাট ইউনিয়নে পলি পাড়ায় জমি বেদখলকে কেন্দ্র করে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়। পাহাড়িরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে সেটলাররা পাহাড়িদের বিরুদ্ধে মামলা দায়ের পর পাঁচ পাহাড়ি গ্রামবাসীকে গ্রেফাতার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত