শুক্রবার খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে খাগড়াছড়ি ষ্টোডিয়ামে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে। এতে দুই পুলিশ কনস্টেবল,একজন নারী ও একজন শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে। পরে আহত দুই কনস্টেবলকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। আহতরা হলেন কসস্টেবল শাহীন, কনস্টেবল ইসমাইল, বরেন ত্রিপুরা,তুলসী রানী ঘোস,পল্লব চেীধুরী।
ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং পুলিশ সুপার মো: মজিদ আলী হাসপাতালে ছুটে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।
খাগড়াছড়ি হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ নয়ন ময় ত্রিপুরা জানান আহত বরেন ত্রিপুরাও আশংকাজনক। তাকে রক্ত দেয়ার পর চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে। খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেীধুরী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদু জ্জামান পুলিশ সুপার মোঃ মজিদ আলী হাসপাতালে আহদের দেখতে যান। এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
পুলিশ সুপার মো: মজিদ আলী জানিয়েছেন, আহত দুই পুলিশ সদস্যের মধ্যে মো: ইসমাইলকে জরুরী ভিত্তিতে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান, ইসমালের পা কেটে ফেলার আশংকা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.