বিলাইছড়ি থেকে অপহৃত দয়াল তঞ্চঙ্গ্যা ৮দিন পর মুক্ত

Published: 18 Dec 2016   Sunday   

অপহরণের ৮দিন পর অবশেষে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে অপহৃত যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা।  রোববার দুপুর ১টার দিকে রাঙামাটির বালুখালি এলাকায় তাকে মুক্তি দেয়া হয়।

 

রোববার বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ তথ্য ও প্রচার সম্পাদক স্বপন কুমার দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রোববার দুপুর ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে রাঙামাটির বালুখালি এলাকায় অপহরণকারীরা মুক্তি দেয়।  তিনি মুক্তি  পাওয়ার পর তিনি ইঞ্জিন বোটে করে বিলাইছড়ি উপজেলা সদরে চলে যাওয়ার পর মুক্তির বিষয়টি জানাজানি হয়। প্রেস বিজ্ঞপ্তিতে দয়াল তঞ্চঙ্গ্যার নিঃশর্ত মুক্তিতে প্রশাসন তথা বিলাইছড়ি জোনের সেনাকর্মকর্তা ও সৈনিকদের সহযোগিতার প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আগামীতে যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

 

এদিকে,দয়াল তঞ্চঙ্গ্যার মুক্তি পাওয়ার সন্ধ্যায় বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চাথোয়াই মার্মার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আ.লীগ নেতা রাসেল মার্মা,শুভাশীষ কর্মকার,প্রদীপ দাশ,প্রহর কান্তি চাকমা,উজ্জ্বল হেডম্যান, ভদ্রসেন চাকমা,অংশৈপ্রু মার্মা বেলাল ও আকাশ মার্মা প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে অপহরণ ঘটঁনাকে কেন্দ্র করে আ.লীগ আহুত সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হয় এবং প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য, ১০ ডিসেম্বর দিবাগত রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে একদল দুর্বৃত্ত স্থানীয় যুবলীগ নেতা দয়াল তাংচংগ্যাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর দিন উপজেলা আওয়ামীলীগ  সকাল-সন্ধ্যা  বিলাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ পালন করে।  এ ঘটনার আওয়ামীলীগের পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করলেও জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত