আলীকদমের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল ও থানা প্রশাসন হস্তক্ষেপে নবম ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার সকালে আলীকদম রেপারপাড়া বাজার পাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রীহ হিলের এক কর্মী আলীকদম থানা অফির্সার ইনচার্জ (ওসি) কে বাল্য বিবাহ বিষয়টি অবগত করলে থানা প্রশাসন ঘটনা স্থলে গিয়ে বিবাহটি বন্ধ করেন। বিবাহ পাত্রী রেশমি জান্নাত খুকী আলীকদম চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনী ছাত্রী।
জানা যায়, সোমবার আলীকদমে রেপারপাড়া বাসিন্দা মো. খলিম উল্লাহ নিজ বাড়িতে তার মেয়ে রেশমি জান্নাত খুকী (১৫) সাথে পাশ্ববর্তি শিবাতলী এলাকার বাসিন্দা মো. স্কেন্দার আলী ছেলে মো. শাহাদাত হোসেন (২০) সাথে মেয়ে রেশমি জান্নাত খুকী (১৫) বিবাহ আয়োজন করেন। পাত্র ও পাত্রী উভয় বিবাহের অপ্রাপ্ত বয়স হওয়ার কারনে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলের পক্ষ থেকে বিবাহের ঘটনাটি আলীকদম থানাকে অবগত করা হয়।
পরে উপ-পরিদর্শক মো. রবিউল তার র্ফোস নিয়ে ঘটনাস্থলে গিয়ে এই বাল্য বিবাহের আয়োজন বন্ধ করেন। এ ব্যাপারে উভয় পরিবার থেকে থানায় মুচলেকা নেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.