বান্দরবানে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে মোঃ জাকারিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫জন। রোববার বেলা ১২টায় বান্দরবান শহরের বনরূপা পাড়ার সিদ্দিক নগরে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী সেলিম আহম্মদ চৌধুরী জানান, রোববার সকালে ব্যবসায়ী অমল কান্তি দাশের নির্মাণাধীন সড়কে প্রায় ৮জন শ্রমিক পাহাড় কাটছিল। এসময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধ্বসে পড়লে এতে ৬ শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে থেকে শ্রমিক জাকারিয়া (৩৫)কে মৃত ঘোষনা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। এছাড়া অপর আহত ৫জনকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে জিহানের অবস্থা আশংকাজনক বলে আবাসিক চিকিৎসক ডাঃ অংশৈপ্রু জানিয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এঘটনার পর ব্যবসায়ী অমল কান্তি দাশ পলাতক রয়েছেন।
বান্দরবান সদর থানার ওসি(তদন্ত) মো.আমির হোসেন জানান, বিষয়টি তদন্তনাধীন রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.