মাটিরাঙ্গায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

Published: 23 Dec 2016   Friday   

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মোটরসাইকেল চাপায় কুলসুমা বেগম (৯০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন। নিহত কুলসুম মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের জুম্মা পাড়ার মৃত আবদুল হাকিমের স্ত্রী।

 

মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জুম্মাপাড়ার বাড়ি থেকে গাজিনগর বাজারে যাওয়ার পথে ভৈরবটিলা নামক এলাকায় গোমতি থেকে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় বৃদ্ধাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) নেয়ার পথে তারা মৃত্যু হয়।

 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত