বান্দরবানে গণধর্ষণ মামলার আসামী পৌর যুবলীগ নেতা কাজল বড়ুয়া গ্রেফতার

Published: 25 Dec 2016   Sunday   

বান্দরবানের এক পাহাড়ী কিশোরীকে গণধর্ষন মামলার আসামী পৌর যুবলীগের নেতা কাজল বড়ুয়া (২৮) ওরফে মুন্ডি কাজল বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।  গেল শনিবার রাত সাড়ে ১১টার দিকে  শহরের বালাঘাটার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত কাজল বড়ুয়া বালাঘাটার সুনীল বড়ুয়ার ছেলে। এ ঘটনার সাথে জড়িত অপর তিন জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, গেল শনিবার বান্দরবান  জেলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের পর  রাতে  বালাঘাটা এলাকায় অভিযান চালায়।  এসময় বালাঘাটার নিজ বাড়ি থেকে কাজল বড়ুয়াকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত কাজল বড়ুয়া বান্দরবান পৌর যুবলীগের  নেতা।

 

সদর থানার এসআই কৃষ্ণ কুমার দাশ ও মোহাম্মদ বেলাল জানান, মামলার এজাহারে ভিত্তিতে কাজল বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপর তিন জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তিন দিনের বোমাং রাজার রাজপূন্যা অনুষ্ঠান দেখার পর শহরের রোয়াংছড়ি বাস স্টেশনে গেলে প্রেমিককে বেধে রেখে  চার  যুবক পাশ্ববর্তী নির্জন  এলাকা  শিশু পার্কে নিয়ে গিয়ে পাহাড়ী কিশোরীকে গণধর্ষণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত