রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা আহবায়ক কমিটি গঠন

Published: 31 Dec 2016   Saturday   

শুক্রবার রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ধর্মশিং চাকমাকে আহবায়ক ও নিলয় চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ১৩সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব নিলয় চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি সদর উপজেলায় বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় হলরুমে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনকল্পে শুক্রবার দিনব্যাপী এক সভা আয়োজন করা হয়। সভায় ধর্মশিং চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র নান্যাচর ইউনিটের সংগঠক অটল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন-এর জেলা শাখার সদস্য দয়াসোনা চাকমা প্রমুখ। সভা সঞ্চালনা করেন রুপন মারমা।

 

সভা দ্বিতীয় অধিবেশন শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ধর্মশিং চাকমাকে আহবায়ক ও নিলয় চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ১৩সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন ও শপথনামা পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা।

 

সভায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলন স্তিমিত হয়ে পড়লে ইউপিডিএফের নেতৃত্বে জুম্ম জনগণ আন্দোলনের নতুন দিশা খুঁজে পায়। শত নিপীড়ন-নির্যাতনের পরও ইউপিডিএফ জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য দৃঢ়ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য ইউপিডিএফের নেতৃত্বেই আন্দোলন গড়ে তুলতে হবে।

 

বক্তারা আরো বলেন, শাসকগোষ্ঠী উন্নয়নের নামে ভূমি কেড়ে নেয়ার জন্য নিত্যনতুন চক্রান্তে জাল বুনছে। তাই শাসক শোষক শ্রেণীর সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত