লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা অস্ত্রসহ আটক

Published: 02 Jan 2017   Monday   

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

 

রোববার দিবাগত রাত ২টার দিকে তার সরকারি বাসভবনে তল্লাসী চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিও উদ্বার করা হয়েছে। সহকারি পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ুন রশিদ এ খবর নিশ্চিত করেছেন।

 

লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ আরিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। রাত ২টা নাগাদ ওই বাড়িতে অভিযান চলাকালে একটি বিদেশী স্বয়ংক্রিয় পিস্তল, তাজা ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়েছে। এরই মধ্যে আটক চেয়ারম্যানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।জানা গেছে, লক্ষীছড়ি সেনা জোনের মেজর রাসেল অভিযানের নেতৃত্ব দেন। 

 

এ ব্যাপারে ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক রিকো চাকমা আটকের ঘটনাকে সাজানো নাটক উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত