হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতারের দাবীতে সোমবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপিডিএফ সমর্থিত চার পাহাড়ী নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও সাজেক নারী সমাজ এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছে।
হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক বিমান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,মহাপূরম উচ্চ বিদ্যালয় গেইটের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি শান্তি প্রভা চাকমা। বক্তব্য রাখেন হিলউইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি মন্টি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, ঘিলা ছড়ি ইউপি মহিলা মেম্বার শান্তনা চাকমা, রামহরি পাড়ার মহিলা কার্বারী শান্তন চাকমা।
এর আগে একটি বিক্ষোভ-মিছিল কতুকছড়ি বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু করে কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ দাবী করে বলেন, ১৯৯৬ সালের ১২ জুন কল্পনা চাকমার অপহরনের ২১ বছর অতিবাহিত হওয়ার পরও অদ্যাবধি কল্পনা চাকমা‘রঅপহরণের সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ ও অপরাধীদের গ্রেফতার করা হয়নি। এ পর্যন্ত দাখিলকৃত প্রতিটি তদন্ত রিপোর্টে অপহরণকারীদের রক্ষায় সকল রকম চেষ্টা চালানো হয়েছে।
বক্তারা অবিলম্বে চিহিৃত অপহরণকারীদের গ্রেফতার করে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহনের দাবী জানান। অন্যথায় পার্বত্যবাসী তা কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.