খাগড়াছড়িতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Published: 11 Jan 2017   Wednesday   

পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও রামগড় সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদকে বিদায় সংবর্ধনা উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

নতুন পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও সহকারী পুলিশ সুপার মো. মাশরুর আহমেদসহ জেলার নয় থানার পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি পাওয়া দুই নারীসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকেও র‌্যাংক ব্যাজ পড়ানো হয়েছে।

 

উল্লেখ্য, সম্প্রতি খাগড়াছড়ি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতিসহ র‌্যাব হেড কোয়ার্টারে এবং রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুর রশীদকে কক্সবাজার জেলায় এএসপি (ডিএসবি) হিসেবে বদলী করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত