রাঙামাটিতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যদন স্টুডিও-এর উদ্ধোধন

Published: 12 Jan 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে যদন স্টুডিও নামের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্টুডিও-এর উদ্ধোধন করা হয়েছে।

 

শহরের কালিন্দীপুরস্থ রাজ মার্কেটে যদন স্টুডিও-এর উদ্ধোধন করেন চাকমা সার্কেলের রাণী "ইয়েন ইয়েন"। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মৃক্তিকা চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান, উন্নয়ন কর্মী মুক্তাশ্রী চাকমা সাথী, নুকু চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, এনভিল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আশীষ চাকমা, যদন স্টুডিও-এর সত্বাধিকারী টিটু চাকমা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ফিতা কেটে যদন স্টুডিও-এর উদ্ধোধন করেন চাকমা রাণী ইয়েন ইয়েন।

 

উদ্ধোধনী বক্তব্যে চাকমা রাণী ইয়েন ইয়েন বলেন, গতানুগতিক পেশায় না গিয়ে আধুনিক প্রযুক্তিগত এ পেশা চালুতে সবাইকে অবশ্যই অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। বিশেষ করে যুব সমাজের কাছে এ পেশা আরো অনুপ্রাণিত করবে এবং যুব সমাজের কর্ম সংস্থান সৃষ্টি হবে।

 

তিনি পার্বত্য চট্টগ্রামকে অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে এ ধরনের পেশাসহ  আধুনিক অর্থনৈতিক আয়ের পেশায় যুব সমাজকে আরো বেশী করে এগিয়ে আসার পরামর্শ দেন।

 

যদন স্টুডিও-এর সত্বাধিকারী টিটু চাকমা জানান, যদন স্টুডিও শুধুমাত্র গতানুগতিক স্টুডিও না। এই স্টুডিও-এর মাধ্যমে বিবাহ অনুষ্ঠানের আধুনিক মানের ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, এ্যাডভার্টাইজিং ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, ইভেন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি ছাড়াও স্বল্প ও দীর্ঘ মেয়াদী ফটোগ্রাফি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

 

  •  যদন স্টুডিও ফেসবুক পেইজ https://www.facebook.com/ZadanStudio
  • সরাসরি যোগাযোগ:  টিটু চাকমা 01812-777993

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত