রাঙামাটিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রথম শহর কাউন্সিল অনুষ্ঠিত

Published: 12 Jan 2017   Thursday   

শিক্ষা সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার দাবিকে সামনে রেখে   রাঙামাটিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রথম শহর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসুন, এই স্লোগানকে সামনে রেখে বুধবার বনরুপাস্থ কার্যালয়ে আয়োজিত কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তা ভট্টাচার্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য কলিন চাকমা।

 

কাউন্সিল শেষে আশা ধন চাকমাকে আহ্বায়ক ও মধুলাল তঞ্চঙ্গ্যাকে সাধারণ সম্পাদক রেখে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

 

কউন্সিলে নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটি জেলায় (বিভিন্ন জায়গায়) পর্যাপ্ত পরিমাণে কোন স্কুল ও কলেজ নাই। যে সকল স্কুল, কলেজ আছে সেগুলোতেও শিক্ষক সংকট ও ক্লাশ রুমের সংকট রয়েছে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, শুধু রাঙামাটিতে শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা নয়। সারা বাংলাদেশে আমাদের শিক্ষাব্যবস্থারর এই বেহাল দশা। টাকা যার শিক্ষা তার এই শিক্ষানীতি সরকার তৈরি করেছে। বক্তারা এই শিক্ষানীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত