মুক্তির দাবীতে সুপার জ্যোতি চাকমা পরিবারের সংবাদ সম্মেলন

Published: 14 Jan 2017   Saturday   

লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে সুপার জ্যোতি চাকমার পরিবার।

 

শনিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি মহাজন পাড়াস্থ একটি বে-সরকারী রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করে সুপার জ্যোতি চাকমার পরিবার। এ সময় সুপার জ্যোতি চাকমা স্ত্রী ননা চাকমা একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন মিথ্যা অস্ত্র নাটক সাজিয়ে তার স¦ামীকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীর কাছে কোন অস্ত্র ছিল না। তার স্বামীকে ফাসানোর জন্য এ নাটক সাজানো হয়েছে।

 

লিখিত বক্তব্য তিনি আরো বলেন গত ২০১৬ সালের ৩১ শে অক্টোবর লক্ষীছড়িতে কঠিন চীবর দানে আসার সময় বৌদ্ধ ভিক্ষুদের তল্লাশি করে আইন-শৃংখলা বাহিনীরা, কি কারনে বৌদ্ধ ভিক্ষুদের তল্লাশি করা হয়েছে এর প্রতিবাদ করেন সুপার জ্যোতি চাকমা। এর পর থেকে তিনি  আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠান বর্জন করে এলাকাবাসী যার দায়ভার পড়ে সুপার জ্যোতি চাকমার উপর। যার জন্য মিথ্যা নাটক সাজিয়ে তাকে ফাসানো হয়েছে বলে দাবী করেন সুপার জ্যোতি চাকমার স্ত্রী ননা চাকমা।

 

এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে সরকারের নিকট তার স্বামীর নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং সুপার জ্যোতি চাকমা মতো আর কোন ব্যাক্তিকে যাতে এ ধরনের হয়রানি শিকার হতে না হয় সে নিশ্চতা দাবী করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা,মহিলা ভাইস- চেয়ারম্যান বেবি রানী বসু, লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা, দুল্ল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়া, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান চাকমা, সুপার জ্যোতি চাকমার বাবাসহ এলাকা গন্যামাণ্য ব্যাক্তিরা।

--হিলবিডি২৪/সম্পাদরা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত