বান্দরবানের আলীকদমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল মো: মিজানুর রহমান (২৮) ও মো: সাইফুল ইসলাম (২৭)। তাদের রোববার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। ঘটনার শিকার কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার শিকার কিশোরীর সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে আবাসিক হোস্টেলের বাইরের বান্ধবিকে নিয়ে ঘুরাফেরা করছিল। প্রাকৃতিক ডাকে সারা দিয়ে কিছু দূরে জঙ্গলে প্রবেশ করলে দুইজন দুর্বৃত্ত তাকে ঝাপটে ধরে। সেখানে তাকে পাশবিক অত্যাচার চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে ওই দুই দুর্বৃত্তকে আটক করে।
এদিকে, রোববার আলীকদম পুলিশ ঘটনার শিকার পাহাড়ী কিশোরী ও দুই দুর্বৃত্তকে জেলা সদরে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত দুই দুর্বৃত্তকে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
আলীকদম উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা জানান, ঘটনার দিন রাতে আবাসিকের বাইরে এলাকার লোকজন যখন হৈ চৈ করছিল তখন তিনি বাইরে এসে জানতে পারেন, তার এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই দুর্বৃত্তকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কিশোরীটির বাবা জানান, এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে আলীকদম থানায় গেল শনিবার মো: মিজানুর রহমান ও সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অত্তেনা রাজু নাহা জানান, শুক্রবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিচারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.