বান্দরবানে কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Published: 16 Jan 2017   Monday   

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও আটক দুই ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিক্ষোভ- সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বান্দরবান শহরে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশ শেষে মানববন্ধন পালন করেন বিক্ষোভকারীরা।

 

উল্লেখ্য, গেল শুক্রবার আলীকদম উপজেলায় সন্ধ্যার দিকে দুই যুবক এসএসসি পরীক্ষার্থী  পাহাড়ী কিশোরীকে পাচবিক অত্যাচার চালায়। ঘটনার পর পরই জনতা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত