রুমা উপজেলার প্রাংসা ইউনিয়নের চৈক্ষ্যং পাড়ার এক জুম (পাহাড়ে বিশেষ ধরণের চাষ) চাষী স্থল মাইন বিস্ফোরণে ১জন গুরুতর আহত হয়েছেন। গেল রোববার মায়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে,সোমবার আহত জুম চাষীকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, গেল রোববার রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিন পাহাড়ী জুম চাষী মায়ানমারের সীমান্ত ৭১-৭২ পিলারের সংলগ্ন এলাকায় জুম চাষের স্থান নির্বাচন করতে জঙ্গলে যায়। সেখানে মায়ানমার সীমান্তের কাছে মাইন বিস্ফোরণে ভানরাম বম (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। অন্য দুই ব্যক্তি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাড়ায় নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাবেক ইউপি সদস্য লাল এং লিয়ান বম জানান, জঙ্গলে স্থল মাইন দেখতে পাওয়া যায় না। এ কারণে জুম চাষ করতে গিয়ে অনেক চাষী আহত হচ্ছেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম শফিক জানান, রেমাক্রী প্রাংসা এলাকার মায়ানমার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কে বা কারা স্থল মাইন সদৃশ উচ্চ মানের বিস্ফোরক মাটিতে পুতে রেখেছে। প্রায় সময় এর আঘাতে লোকজন আহত হচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পুলিশের পক্ষে যাওয়া সম্ভব হয় না। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অভিযানে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.