জুরাছড়িতে দু’দিন ব্যাপী সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Published: 16 Jan 2017   Monday   

জুরাছড়িতে যুবক ও যুব মহিলাদের নিয়ে দু’দিন ব্যাপী সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা সোমবার সমাপ্ত হয়েছে। 

 

জুরাছড়ি উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়¡ প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। রাঙামাটির যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুদ্দছির রহমান, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমাসহ বিভিন্ন ক্লাবের ৩০ জন যুবক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।


প্রশিক্ষণে প্রথম দিন রোববার অটিজম ও ¯œায়ু বিকাশ জনিত সমস্যভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা ও দ্বিতীয় দিনে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষকণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক ও পারিবারিক ভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে দেশ তথা সমাজ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব।


তিনি এলাকায় কোন অপরিচত ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা দেখা দিলে সামাজিক কিংবা আইন শৃংখলা বাহিনীকে অগত করতে অনুরোধ জানান।


যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুল্লা বলেন, বর্তমান সরকার দেশে দারিদ্র মুক্ত গড়ে তুলতে যুব সমাজকে বিভিন্ন কর্ম মূখী প্রশিক্ষণ ও ঋণের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত