রাঙামাটিতে নজরুল উৎসবের আয়োজন

Published: 17 Jan 2017   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে নজরুল উৎসবের আয়োজন করা হয়েছে।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলানায়তনে রাঙামাটি নজরুল সংগীত শিল্পী পরিষদের উদ্যোগে উৎসবের উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা। এসময় নজরুল সংগীত পরিষদের রাঙামাটির উপদেষ্টা, আহ্বায়ক সুনীল কান্তি দে, নজরুল সংগীত পরিষদের রাঙামাটির  সভাপতি জানে আলম,  নজরুল সংগীত পরিষদের রাঙামাটির  সাধারন সম্পাদক সুরেশ কুমার ত্রিপুরা, রাঙামাটি পৌর কমিশনার কালায়ন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দিন ব্যাপী উৎসবের নজরুলের কবিতা, সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাঙামাটির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বিকালে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত