পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় বড় বোন ও ভাগ্নেকে প্রাণনাশের উদ্দেশে পিটিয়ে জখম করার অভিযোগে দায়ের করা এক মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করেছে রাঙামাটি পুলিশ।
বুধবার দুপরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. ইউসুফ নুর (৫০) ও তানভীর (২৫)। কোতায়োলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গেল বছর ২৩ ডিসেম্বর শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনিতে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বড় বোন আনোয়ারা বেগম ও তার ছেলে নূর আলম বাবুকে (৪৬) প্রাণনাশের উদ্দেশে লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে গুরুতর করেন ইদ্রিস, তার ছোট ভাই ইউসুফ ও ছেলে তানভীরসহ অন্যরা।
ঘটনার পর ২৮ ডিসেম্বর বাদী হয়ে ৪ জনকে আসামি করে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা (নম্বর-১৯) দেন নূর আলম বাবু। বুধবার মামলায় হাজিরা দিতে উপস্থিত হলে আদালতের নির্দেশে ওই দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। এর আগে মো. ইদ্রিস নূর (৫৫) নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ৪ আসামির মধ্যে তিন জনকে গ্রেফতার করা হল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.