রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান বলেছেন, সুনির্দিষ্ট বিধি বিধান মেনে মানুষকে সেবা প্রদান করতে হবে। সরকারী যেসব সেবা দেয়া হচ্ছে তা আরো দ্রুত কিভাবে জনগনের মাঝে পৌছেঁ দেয়া যায় সেই ব্যাপারে সকল পেশার মানুষ কে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হলেও তা সমাধানের চেষ্টা করে সামনে গিয়ে যেতে হবে। তখনই তৃণমূল পর্যায়ে উন্নয়ন সম্ভব হবে।
বৃহষ্পতিবার বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনসাধারন,জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জন সেবার জন্য প্রশাসন” এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গনশুনানী অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা সহকারী কমিশনার শাহিদা আক্তার সহকারী কমিশনার এ এসএম গৌরব। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সরকারী বেসরকারীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রতিনিধি সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা গনশুনানী অনুষ্ঠানে অংশ গ্রহন নেন।
গনশুনানী অনুষ্ঠানে উপজেলার শিক্ষা,স্বাস্থ্য, উন্নয়ন, সরকারী দপ্তরে কর্মকর্তার পদ শুন্য,কর্মকর্তা কর্মচারীদের আবাসনের অভাব,সরকারী বিভিন্ন দপ্তরে ফাটলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন পেশার মানুষ।
এসব সমস্যার ব্যাপারে জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন,এ দূর্গম প্রত্যন্ত অঞ্চলে নানা সমস্যা রয়েছে। সমস্যা নিয়ে বসে থাকলে এ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে না। তাই শত প্রতিকুল পরিবেশের মধ্যে দিয়েও আমাদের সকলকে কাজ করতে হবে। এ অঞ্চলের মানুষকে সেবা দিতে হবে। উপজেলার সরকারী দপ্তরে কর্মকর্তা না থাকায় তিনি আরো বলেন, ভাড়াটে কর্মকর্তা দিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা কষ্টকর। এ ব্যাপারে উর্দ্ধতন কর্র্তপক্ষকে আমার পক্ষ থেকে জানানো হবে।
জেলা প্রশাসক আরো বলেন-,উপজেলায় শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়নের নামে সরকারী অর্থ যাতে অপচয় না হয় সেদিকে নজর রাখতে হবে। সেই সাথে এলাকায় বাল্য বিবাহ রোধ ও কর্ণফুলী নদীতে মাছের জাঁক দেয়া যাবে না।
গণশুনানীর আগে জেলা প্রশাসক বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পানির বোতল ও টিপিন বক্স বিতরন করেন। এছাড়াও তিনি বরকল মডেল থানা ও বরকল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.