সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহস্পতিবার রাঙামাটিতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম। উপস্থিত ছিলেন, বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক দিপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড, সাইফুল ইসলাম পনির, নগর বিএনপি সভাপতি এস এম শফিউল আযম, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী।
এছাড়া জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্র দলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, যুব দলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল জেলা শাখার সভাপতি মৌঃ আবুল কাসেম।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ শাহ আলম বলেন, এ দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়া হলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন সফল রাজনীতিবিদ। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.