বৃহস্পতিবার খাগড়াছড়ির নারিকেল বাগান এলাকায় প্রতি পক্ষের হামলায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী গুরুত্বর আহত হয়েছেন।
তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবাদে খাগড়াছড়ি শহরের লাঠি মিছিল ও আওয়ামীলীগের অপর অংশের অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর খাগড়াছড়ি সদরের বাসা থেকে মোটর সাইকেলযোগে জেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে নারিকেল বাগান এলাকায় পৌঁছলে অতর্কিতে ৭ থেকে ৮জন সন্ত্রাসী তাকে গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা টেনে-হেচরে নামিয়ে রাস্তার মারধর করে। পরে স্থানীয় নির্মলেন্দু চৌধুরীকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ হামলার ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে দলটি।
এদিকে, খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এ ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং তার ভাই পৌর মেয়র রফিকুল আলমকে দায়ী করেছেন। তবে এই ঘটনায় তার লোকজনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পরিস্থিতি এখন শান্ত। কারা হামলা করেছে জানা নেই। মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিগত পৌর নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে জেলা আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি শুরু হয়। সেই থেকে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা,মামলার ঘটনা ঘটে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.